04/20/2025 মণিরামপুর আ. লীগের আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়াকে দেশ গড়ার কারিগর বললেন আ.লীগ নেতা
মণিরামপুর আ. লীগের আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়াকে দেশ গড়ার কারিগর বললেন আ.লীগ নেতা
নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২২ ১৩:৫৯
মনিরামপুর প্রতিনিধি।।বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে দেশ গড়ার কারিগর বললেন যশোর মণিরামপুরের আওয়ামী লীগ নেতা আব্দুল হাই। গত শুক্রবার (২৫ মার্চ) বিকালে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত ২৫ মার্চের ভয়াল গণহত্যা দিবস স্মরণ এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতাকালে আব্দুল হাই এ কথা বলেন।
আব্দুল হাই মণিরামপুর চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নং- ১। ইতিমধ্যে আব্দুল হাই এর দেওয়া সেই বক্তব্য ভাইরাল।
ভাইরাল হওয়া সেই বক্তব্যে আব্দুল হাই বলেন, সংগ্রামী সাথীরা আমার, আপনারা জানেন, ২৬ মার্চ পাকিস্থানীরা বাংলাদেশের মানুষকে গণহারে হত্যা করেছিল। তারপর বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপ দিয়েছেন। বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখুন, দেশ গড়ার কারিগর, উন্নয়নের কারিগর দেশ নেত্রী খালেদা জিয়া। আব্দুল হাই এর এই বক্তব্য চলাকালে
মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ও সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ তাকে বার বার সতর্ক করেন।
এ বিষয়ে জানতে চাইলে শনিবার দুপুরে আব্দুল হাই বলেন, মিসটেক হতে পারে। শেখ হাসিনার নাম বলতে গিয়ে খালেদা জিয়ার নাম চলে আসতে পারে। আমি তো মানুষ, ভুল তো হতেই পারে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন বলেন, আব্দুল হাই দেশগড়ার কারিগর খালেদা জিয়া বলার পর আমি শেখ হাসিনার নাম বলে উঠি। তখন তিনি দেশনেত্রী শেখ হাসিনার নাম উচ্চারণ করেন। এটা আপত্তিকর।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন বলেন, আব্দুল হাই দেশগড়ার কারিগর খালেদা জিয়া বলার পর আমি শেখ হাসিনার নাম বলে উঠি। তখন তিনি দেশনেত্রী শেখ হাসিনার নাম উচ্চারণ করেন। এটা আপত্তিকর।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বলেন, আমি একটা প্রোগ্রামে আছি। এ ব্যাপারে এখন কিছু বলতে পারব না।
চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক- (১) শহিদুল ইসলাম মিলন বলেন, শুক্রবারের মনিরামপুরের আওয়ামী লীগের অনুষ্ঠানে আমি ছিলাম। আব্দুল হাই তার বক্তব্যে দেশনেত্রী খালেদা জিয়া বলে ফেলেছেন। ইউনিয়নেও বহুবার একারণে তাকে সতর্ক করা হয়েছে।