05/05/2025 দিনাজপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত -২
দিনাজপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত -২
নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২২ ০৮:৩৯
স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শীবনগরে ইট ও আলু বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার নন্দীগ্রামের নবাব আলীর ছেলে সরোয়ার হোসেন (৪৫) ও নাটোরের সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বাদশা (৪৮) ।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার শীবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইটভর্তি ট্রাকের চালক সরোয়ার ও হেলপার সাইফুল নিহত হন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, "খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফাঁয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে"।