05/20/2025 সিমাখালী ডাকবাংলায় ১০ দিনের উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণের শুভ উদ্ধোধন
সিমাখালী ডাকবাংলায় ১০ দিনের উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণের শুভ উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২২ ০৯:৫৫
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।"সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ" স্লোগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অর্থায়নে বহুমুখি পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) যশোর এর উদ্যোগে এবং দলিত ও নৃ-তাত্বিক জনগোষ্ঠি উন্নয়ন ফোরামের সহযোগিতায় আজ সকাল ৯ টায় ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্যক্রম মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী ডাকবাংলায় শুরু হয়।
বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবা কেন্দ্র (জেইএসসি) এর সেন্টার ইন চার্জ জনাব খোন্দকার মোশাররফ হোসেন (মৃদুল) স্যারের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্ধোধন করেন দলিত ও নৃ-তাত্বিক জনগোষ্ঠী উন্নায়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন শেখ সবুর, সম্পাদক, জাতীয় সাপ্তাহিক কওম ও আক্তাবুল আলম সাধারন সম্পাদক, দলিত ও নৃ-তাত্বিক জনগোষ্ঠি উন্নয়ন ফোরাম।
১০ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা থেকে আগত মাস্টার ট্রেনার জনাবা হাসিনা আক্তার।
এবং প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষনার্থী আগামি ১০ দিন কার্যক্রমে অংশগ্রহনের মাধ্যমে আগামি দিনে পাট ও বস্ত্র শিল্প বিকাশে অবদানের লক্ষে কাজ করবেন।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমটি এসডিজি অর্জনে ভূমিকা রাখবে।