মোঃ ওয়াজেদ আলী, যশোর।। যশোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রামনগর ইউনিয়ন সকল কমিউনিটি ক্লিনিকের শাখা পক্ষ থেকে ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফকে আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা। বুধবার দুপুরের পর রামনগর ইউনিয়ন পরিষদের রামনগর ইউনিয়ন শাখা ( স্বাস্থ্য বিভাগ) রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফকে আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান। এই উপস্থিত ছিলেন, রামনগর শাখা স্বাস্থ্য কমপ্লেক্সের হায়দার আলী ( A H I), ফিরোজ হোসেন, (HA), অনুপ রায়,( C H C P), জি এম জাহিদুল হক, ( C H C P), প্রসেনজিৎ রায়, আনজুয়ারা খাতুন ( C H C P),। আরও উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ। এই সময় ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ বলেন, রামনগর ইউনিয়নে সকল জনগণ যেন আপনাদের সেবা থেকে বঞ্চিত না হয়। আর রামনগর ইউনিয়ন পরিষদের যে কয়টি কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, প্রত্যেক্ষটি স্বাস্থ্য বিভাগের সভাপতি থাকতে হবে সেই ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং সকল কমিউনিটি ক্লিনিকের চিকিৎসকদের সঠিক ভাবে জনগণকে সঠিক সেবা দেওয়ার নির্দেশনা প্রদান করেন।