03/13/2025 মনিরামপুরে প্রধান শিক্ষকের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
মনিরামপুরে প্রধান শিক্ষকের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২০ ১০:৩৯
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মো. খোরশেদ আলম এর রোগমুক্তি কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম রবিউল ইসলাম রবি'র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. হাফিজুর রহমানের পরিচালনায়
বক্তব্য রাখেন- কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সুজিত কুমার সরকার, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আহমদ আলী, ডাক্তার শামীম, মিজানুর রহমান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আবু আব্দুল্লাহ, সিরাজুল ইসলামসহ এলাকার সুধিজন ও বিদ্যালয়ের সকল শিক্ষক/ কর্মচারীবৃন্দ।
এ সময় সভাপতি তার বক্তব্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষকের জন্য আশু রোগ মুক্তি কামনা করে সবার কাছে দোয়া চান।
দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওলানা আব্দুস সামাদ।