04/21/2025 টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২ জন্ম বার্ষিকী পালন
টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২ জন্ম বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২২ ১৭:১২
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। স্বাধীন বাংলাদেশের স্থপতি, রাজনীতির মহাকবি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ মার্চ) বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শিশু দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ সময় বঙ্গবন্ধুর আত্ম জীবনী নিয়ে আলোচনা করা, চিত্রাঙ্গন, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম জিয়াউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আ: সাত্তার, সিনিয়র শিক্ষক মো নুরুজ্জামান রানা , আমান উল্লাহ, সাবিনা মল্লিক, নিলুফা ইয়াসমিন মনিরা, মো জাকির হোসেন,ওয়াকিল হাসান মির জনি প্রমুখ।
অনুষ্ঠান শেষে জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা ও প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।