04/19/2025 পটিয়ায় ‘মাটির ঘর’ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা এক পক্ষের সংবাদ সম্মেলন
পটিয়ায় ‘মাটির ঘর’ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা এক পক্ষের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২২ ১৪:৫৬
নিজস্ব সংবাদ দাতা পটিয়াঃ-চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড হাবিবুর পাড়া এলাকায় চবফনির বাড়িতে শত বছরের প্রাচীন ‘‘মাটির ঘর’’ উচ্ছেদের চেষ্টায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এঘটনা নিয়ে একপক্ষ গতকাল (শনিবার) দুপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। পটিয়া প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জহিরুল ইসলাম জনি। বক্তব্যে তিনি জানান তাদের প্রায় শতাধিক ওয়ারিশ শত বছর ধরে মাটির ঘরে বসবাস করে আসছে। জহিরুল ইসলামের পূর্ববর্তী ওয়ারিশগণের কিছু ভূমি খাতুন বিবি ও মখলেছুর রহমান গণের নামে আপোষ বন্টন সূত্রে হিস্যাংশ ভূল ভাবে আর,এস বি,এস খতিয়ান সৃষ্টি হয়। এ ভূল খতিয়ানকে পূঁজি করে সাম্প্রতিক সময়ে প্রতিবেশী মৃত ছৈয়দুর রহমান এর তিন পুত্র মাটির বসত ঘর উচ্ছেদের চেষ্টা চালায়। এই বিষয়ে জহিরুল ইসলাম এর ৪৬ জন ওয়ারিশ বাদী হয়ে পটিয়া ১ম সহকারী জজ আদালতে একটি খতিয়ান সংশোধনের মামলা দায়ের করেছে। এ বিষয়ে মৃত ছৈয়দুর রহমানের পুত্র নুরুল আলম জানান, বিরোধীয় ভূমি আমাদের মৌরশী আর.এস বি.এস রেকর্ডভুক্ত ও খরিদা সম্পত্তি। যার পক্ষে নামজারীও রয়েছে। এতে একটি পক্ষ আমাদের অহেতুক হয়রানী করছে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান দুই পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ দেওয়া হয়েছে কেউ গন্ডগোল করলে ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যদের ইউসুফ নবী, রমজান আলী, প্রতিবন্ধী জামাল উদ্দীন, নুরুন্নবী, মোঃ কাইছার, মান্নান, জসিম প্রমুখ। ভুক্তভোগীরা জানান, আদালতে বিচারাধীন জায়গা কেউ জবর দখল করার অধিকার রাখেনা। বিষয়টি প্রশাসন উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।