04/19/2025 সাজেদুল ইসলাম আহ্বায়ক ও মাহমুদ হাসান রাজুকে সদস্য সচিব করে গাজীপুর মহানগর যুবদলের কমিটি গঠন
সাজেদুল ইসলাম আহ্বায়ক ও মাহমুদ হাসান রাজুকে সদস্য সচিব করে গাজীপুর মহানগর যুবদলের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২২ ১৪:৫৩
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো সাজেদুল ইসলাম আহ্বায়ক ও মাহমুদ হাসান রাজুকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে সমর্থন জানিয়েছেন যুবদলের জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গাজীপুর মহানগর যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সাজেদুল ইসলাম আহ্বায়ক ও মাহমুদ হাসান রাজুকে সদস্যসচিব করে দুই সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
মো সাজেদুল ইসলাম মহানগর যুবদলের সহ সভাপতি, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব ও টঙ্গী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও মহানগর যুবদলের সহ সভাপতি ছিলেন।
মাহমুদ হাসান রাজু সদর মেট্রো থানা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিত এ কমিটির ঘোষণা দেন। নতুন আহ্বায়ক ও সদস্যসচিবকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানায় আহবায়ক ও সদস্য সচিব পদে পরিবর্তন আনা হয়।নতুন আহ্বায়ক হিসেবে নাজমুল খন্দকার সুমন এবং সদস্য সচিব হিসেবে হাফিজুর রহমান বেলায়েতকে দায়িত্ব প্রদান করা হয়েছে।