04/19/2025 বিসিএসআইআর স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু'র জন্মবার্ষিকী উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বিসিএসআইআর স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু'র জন্মবার্ষিকী উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২২ ১০:৪৭
নিউজ ডেস্ক, ঢাকা।। ঢাকা ধানমন্ডি নিউমার্কেট এলাকায় অবস্থিত ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান বিসিএসআইআর স্কুল এন্ড কলেজে আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর কেক কাটার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ডক্টর মোঃ ইদ্রিস আলী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ (বিসিএসআইআর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও চেয়ারম্যান)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর ডিন, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ডা. এ কে এম মাহবুব হাসান সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারি অভিভাবক ও ছাত্র- ছাত্রী। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগিদের ভিতর পুরস্কার বিতরণ করা হয়।