11899
04/19/2025
যশোরের রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে মেয়দোর্ত্তীণ বীমার চেক বিতরণ
যশোরের রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে মেয়দোর্ত্তীণ বীমার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২২ ১৪:২৬
মোঃ ওয়াজেদ আলী।। যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে পুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী (লিঃ) আল-আমিন বীমা প্রকল্পের যশোর সদরের সতীঘাটা শাখার মেয়াদোর্ত্তীণ বীমা দাবীর চেক বিতরণ করা হয়েছে। সোমবার সতীঘাটাস্থ
ইউনিয়ন পরিষদ হলরুমে বীমা প্রকল্পের সতীঘাটা শাখার
ম্যানেজার এম, এ. আজিজের সভাপতিত্বে চেক বিতরণ করেন,
প্রধান অতিথি রামনগর ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান
লাইফ। এসময় উপস্থিত ছিলেন, সতীঘাটা মাধ্যমিক
বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন, প্যানেল চেয়ারম্যান-২
রিয়াজ উদ্দীন, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, মেহেদী হাসান,
সংরক্ষিত মমতাজ বেগম প্রমুখ। ৫জন গ্রাহকের মাঝে এ
চেক প্রদান করা হয়।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]