নিউজ ডেস্ক।। উপজেলা নির্বাহী অফিসার শাহিন সপ্তম এর দ্বিতীয় কাব্যগ্রন্থ "অজ্ঞাত যাতনা" অমর একুশে বইমেলার শকুন্তলা প্রকাশনীর ৪৫৪-৪৫৫ নং সংহিত স্টলে পাওয়া যাচ্ছে।
শাহিন সপ্তম মণিরামপুর উপজেলার কৃতি সন্তান বর্তমানে
নরসিংদী জেলার বেলাবো উপজেলার নির্বাহী অফিসার এর দায়িত্ব পালন করছেন। সরকারি দায়িত্বের পাশাপাশি অবসরে তিনি লেখালিখি করেন শখের বসে। "অজ্ঞাত যাতনা" বইটি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। জানাযায় এই কবির এথম কাব্য গ্রন্থের নাম পাথুরে ফুলের গন্ধে।