11856
04/19/2025
আগুনে পুড়ে শেষ পান চাষীর স্বপ্ন ক্ষতির পরিমান বিশ লক্ষ টাকা
আগুনে পুড়ে শেষ পান চাষীর স্বপ্ন ক্ষতির পরিমান বিশ লক্ষ টাকা
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২২ ১৬:৪৮
বিশেষ প্রতিনিধি।। প্রায় এক একর জায়গা বিস্তৃত দুটি পানের বরজ পুড়ে গিয়েছে । যেখানে আজ সকালেও ছিলো সবুজ পান কয়েকঘন্টার ব্যবধানে সেগুলো পুড়ে সেগুলো ছাইয়ের স্তুপে পরিনত হয়েছে ।
আজ বেলা বারোটার দিকে শালিখা উপজেলার গংগারামপুর গ্রামের দক্ষিনপাড়ায় মাঠে পানের একটি বরজে সর্বপ্রথম আগুন লাগে , পরবর্তীতে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী জমিতে ছড়িয়ে পড়লে আরেকটি বরজ পুড়ে শেষ হয়ে যায় ।
স্থানীয় অধিকাংশ প্রতক্ষ্যদর্শী জানান আজ বেলা আনুমানিক বারোটার সময় হঠাৎ জিষ্ণু দত্তর পানের বরজে আগুনের লেলিহান শিখা দেখে ছুটে যান আগুন নেভাতে , কিছু বুঝে ওঠার আগেই দেখতে দেখতে কয়েক মিনিটের মধ্যেই অগ্নিশিখা যেনো তালগাছের মাথা ছুই ছুই এর পর সবাই পানি দিয়ে আগুন নেভানোর শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি , পাশে কোনো জলাশয় না থাকায় , আর পানের বরজে শুকনো বাশ, ছন, থাকায় সেগুলো দ্রুত ধরে যায় । পাশে থাকা নিরঞ্জন স্বরের পানের বরজ টিতেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘন্টা দেড়েকের মধ্যে চোখের নিমিষেই পুড়ে যায় দুটি বরজ। বাজারে পানের দর বেশি থাকায় আনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে ।
প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে নিয়োজিত সবাই বলছেন পাশ্ববর্তী আসাদের জমি থেকে আগুনের সুত্রপাত ।
আসাদের জমিতে সিমের টালে আগুন দেওয়া হয়েছিলো সেখান থেকেই আগুনের ফুলকি পানের বরজে আগুন উড়ে গিয়ে পড়ে বাতাসে ছড়িয়ে পড়ে আগুন।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]