একটা ছোট্ট ঝুলি কাঁধে নিয়েআমি অবিরাম হেঁটে চলেছি সারা জীবনভরঅথচ সেই ঝুলি থেকে কোনকিছুই বের করা হলো না কোনদিনদেওয়া হলো না কিছুই কাউকে তাই আজ এই ঝুলিটাকে বড় বেশি ভারী বলে মনে হয়যেন এটা বয়ে বেড়ানোআমার কাজ নয়কেউ জানতেও চাইল না ভুল করেকী আছে এটার ভেতরে।
শুধু জানে আমার ব্যথিত অন্তরসেই কবে থেকে নিরন্তর নিখাদ ভালোবাসা বয়ে বেড়াচ্ছিস্নেহ আছে অল্পবিস্তরসামান্য মমতা আর নির্ভেজাল আদরএইসব বীজমন্ত্রআজও জানি না দেবো যে কাকেনাকি সব কিছু পড়েই থাকবেআমার নিজেরই অনাবাদী বুকে।