04/19/2025 পটিয়া জামেয়াতুল মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু
পটিয়া জামেয়াতুল মাদ্রাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২২ ০৩:৩৪
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-চট্টগ্রামের পটিয়া পৌর সদরে অবস্থিত আল জামেয়াতুল ইসলামিয়া জমিরিয়া কাছেমুলউলুম মাদ্রাসায় এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।তার নাম সাঈদ আলম প্রকাশ আনোয়ার শাহ(২৫)। সে এই মাদ্রাসার দাওরা হাদিসের ৪র্থ বর্ষের ছাত্র রবিবার (১৩মার্চ) ভোর রাতে শিক্ষা ভবনের নিচে তার লাশ পাওয়া যায়।
নিহত সাঈদ আলম কক্সবাজারের জানারঘোনা এলাকার আলী আকবরের পুত্র। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান , খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে মগে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে তার মৃত্যুর কারণ জানতে পারব। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মাদ্রাসা এলাকায় অনেকেই এই মৃত্যুকে অস্বাভাবিক মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান শিক্ষা ভবনের উপর থেকে কেউ ইচ্ছা করলেও লাফ দিতে পারবে না। বিষয়টা সঠিক তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি করেন তারা।