মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা যুবদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করেন। রবিবার (১৩ মার্চ) দুপুরে গাজীপুর মহানগর বিএনপির পাটি অফিস সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান হয়। বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মহানগর যুবদলের সহ-সভাপতি, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক ও টঙ্গী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আসাদুজ্জামান নুর (ভিপি আসাদ), মহানগর যুবদলের সহ সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সাজেদুল ইসলাম (এজি এস),মেট্রো থানা যুবদলের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সুমন মিয়া সহ যুবদলের শতশত নেতাকর্মী বিক্ষোভ মিছিল সমাবেশে অংশ নেন।
এ সময় যুবদলের নেতারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়ায় জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অথচ সরকার নির্বিকার ভূমিকা পালন করছে।এই সরকারের জনগণের কাছে কোনও দায় বদ্ধতা না থাকায় চাল, ডাল, তেল, সবজি এবং অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে কৃষক, শ্রমিক মেহনতী মানুষের প্রকৃত আয় মারাত্মক ভাবে হ্রাস পাচ্ছে। কিছু মানুষ সরকারের মদদপুষ্ট হয়ে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করে অন্যদিকে গ্যাস, পানি ও জ্বালানীর তেলের মূল্য বৃদ্ধিতে যাতায়াত ব্যয়, পরিবহণ ব্যয়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে।
গাজীপুর থেকে।