04/22/2025 বেগারীতলা বাজার ব্যবসায়ী সভাপতির বিরুদ্ধে এবার আদালতে মামলা
বেগারীতলা বাজার ব্যবসায়ী সভাপতির বিরুদ্ধে এবার আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২২ ১৭:৩৪
মোঃ ওয়াজেদ আলী।। যশোরের মণিরামপুর বেগারীতলা বাজারে তিনটি দোকান আগুনে পুড়ে
যাওয়ার ঘটনার ৯ই র্মাচ বিঙ্গ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট
(আমলী) আদালত যশোরে ১ জনকে আসামী করে মামলা করেছেন ।
হুরগাতী গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাজু আহম্মেদ ,(২৮)
আসামী বেগারীতলা বাজারে ব্যবসায়ী কমিটির সভাপতি ও
টুনিয়াঘরা গ্রামের মৃত আবু বক্কার গাজীর ছেলে জাকির হোসেন
(৫০) নামে যার মামলা নং সি আর ১৬৮/২২। মামলায় সাক্ষী হয়েছেন ৫ জন
টুনিয়াঘরা গ্রামের গোলাম রসুল, ছেলে মারুফ হোসেন , আবু
তালেব, পিতা –মৃত ত আমির আলী খাঁ , টুনিয়াঘরা গ্রামের মৃত
খোকন মল্লিক , ছেলে আঃ মতিন , মজিত, পিতা-মৃত মশিয়ার ,কন্দর্পপুর
গ্রামের আবু বক্কারের ছেলে আবু তালেব , মামলায় উল্লেক করেছেন
রাজু আহম্মেদের মুদি দোকান ভালো চলায় । আসামী জাকিরের মুদি
দোকান ভালো না চলায় প্রতিহিংসার বিরাজ করে বিভিন্ন ভাবে
দোকান সরিয়ে নেবার হুমকি দিয়ে আসছিলো তাই সুযোগ বুঝে
জাকির হোসেন দোকানে আগুন ধরিয়ে দিয়েছে বিঙ্গ সিনিয়ার
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত পি বি আই কে তদন্তের জন্য আদেশ
দিয়েছেন মামলা হওয়ার পরে এখন এলাকাবাসিও মুখ খুলতে শুরু করেছে
জানাযায়, জাকির হোসেন দলীয় প্রভাব খাটিয়ে সাধারণ ব্যবসায়ী ও
সাধারণ মানুষের উপর র্নিযাতন চালিয়ে আসছিলেন ভুক্তভগি হরেগাতী
গ্রামের সিরাজুল ইসলাম বলেন আমি ইউনিয়ন নির্বাচনে নৌকার
পক্ষে নির্বাচন করার আমাকে বেগারীতলা বাজারে ডেকে নিয়ে
সন্ত্রাাসী দের দিয়ে মেরে ছিলো চালকিডাঙ্গায় মাছ ব্যাবসায়ী. জাইদুল জানায় বেগারীতলা বাজারে মাছ বিক্রয় করতাম জাকির একদিন
মাছের দাম চাওয়ার কারণে আমাকে মারছিলো এবং দাড়িপাল্লা ফেলে দেয়
আমি গণ্যমাণ্য ব্যাক্তিদের কাছে বিচার দিলে তাকে ১৫০০টাকা
জরিমানা করে তারপর থেকে বেগারী তলা বাজার থেকে চলে আসি
চালকিডাঙ্গা বাজারে সেখানে একদিন জাকির এসে সেই ১৫০০ টাকা
নিয়ে যাই সে রাজনীতিক সেল্টার পায় বলে এত দাপট তার । হরেগাতী
গ্রামের সবুরের ছেলে সানুর মুরগির দোকান থেকে জোর পূর্বক
মুরগি নিয়ে আসার অভিযোগ আছে মানুষ কে মানুষ মনে করে না
সাধারণ মানুষ জাকিরে হাত থেকে মুক্তি চায়। এলাকা বাসি জাকিরে
বিরদ্ধে যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠ তদন্ত জন্য জোর দাবি জানায়।