04/22/2025 সাতক্ষীরা থেকে নিখোঁজ মানষিক ভারসাম্যহীন যুবতী পাইকগাছা থেকে উদ্ধার
সাতক্ষীরা থেকে নিখোঁজ মানষিক ভারসাম্যহীন যুবতী পাইকগাছা থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২২ ১৭:৩১
মোঃ মানছুর রহমান (জাহিদ)।।সাতক্ষীরার শ্যামনগর থেকে নিখোঁজ মানষিক ভারসাম্যহীন তহমিনা খাতুন (২০) খুলনার পাইকগাছা থেকে উদ্ধার। ৮ দিন পর পরিবারের কাছে পুলিশের মাধ্যমে ফেরত দিলেন উপজেলা ছাত্রলীগের নসাধারণ সম্পাদক ফাইমিন সরদার। জানা যায়, তহমিনা খাতুন একজন মানষিক রোগী। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চালতি গ্রামের রমজান আলীর মেয়ে। সে ৭/৮ দিন আগে কাউকে না জানিয়ে বাড়ী থেকে চলে আসে বলে মেয়ের বাবা জানায়। ছাত্রনেত ফাইমিন জানায়, অপরিচিত মেয়েটি কয়েকদিন যাবৎ বেতবুনিয়া বাজারে এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। তার পরিচয় জেনে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার ছবি তুলে ফেসবুকে প্রকাশ করে। ফেসবুকের সুত্র ধরে মেয়েটির পরিবার ছাত্রনেতার সাথে যোগাযোগ করে পাইকগাছায় চলে আসেন। এদিকে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে ওসি জিয়াউর রহমান মেয়েটিকে রাতে থানায় নিয়ে আসেন। সকাল ১০টায় মেয়েটির পিতা-মাতা থানায় আসলে তাদের কাছে হস্তান্তর করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান,মেয়েটি মানষিক ভারসাম্যহীন। তাকে বেতবুনিয়া বাজার থেকে উদ্ধার করে পিতামাতার কাছে হস্থান্তর করা হয়েছে