04/18/2025 মণিরামপুর শ্যামকুড় ইউপিতে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা
মণিরামপুর শ্যামকুড় ইউপিতে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ ২০২২ ১৪:৩৮
নিজস্ব প্রতিবেদক॥ যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর দুই লক্ষাধিক টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনায় আদালতে মামলা হয়েছে। উপজেলার উত্তর লাউড়ি গ্রামের হাফিজুর রহমান বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে এই মামলা করেছেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলো, উত্তর লাউড়ি গ্রামের মৃত গোলাম রহমানের দুই ছেলে লুৎফর রহমান ও মোকলেছুর রহমান মুকুল, আব্দুর রাজ্জাকের ছেলে হিল্লাল হোসেন হেলাল, সাইফুল ইসলামের ছেলে সোহাগ হোসেন অনিক, মৃত মোজাম গাজীর ছেলে সাইফুল ইসলাম, মোকলেছুর রহমান মুকুলের ছেলে তাজাম্মুল হোসেন, হেলাল উদ্দিনের ছেলে আলিফ হোসেন এবং মোজাম গাজীর ছেলে রফিকুল ইসলাম।
মামলার বিবরণে জানা গেছে, হাফিজুর বাদী রহমান রড সিমেন্ট ব্যবসায়ী। আসামিরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। বেশ কিছুদিন ধরে আসামিরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ২২ ফেব্রুয়ারি রাতে হাফিজুর রহমান বাজার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একই গ্রামের প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে চাঁদার টাকা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে মারপিট করে কাছে থাকা দোকোনের ২ লাখ ১৫ হাজার টাকা ও ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এসময় হাফিজুর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে চাঁদার বাকি টাকা না দিলে খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
তবে আসামি পক্ষের দাবি এমন কোন ঘটনায় ঘটেনি সেদিন বরং প্রতিহিংসাপরায়ণ হয়ে এই মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে।