04/11/2025 মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাউশিয়া ইউনিয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাউশিয়া ইউনিয়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ ২০২২ ১৪:১৪
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।। মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে বাউশিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউশিয়া ইউনিয়নের মাটি মানুষের নেতা মিজানুর রহমান প্রধান চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সাবেক উম্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের মহাপরিচালক মোঃ হাফিজ আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউশিয়া ৮নং ওয়ার্ডের মেম্বার আল মামুন।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান চেয়ারম্যান মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্ব গাঁথা এবং মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে জনতার সম্মূখে তুলে ধরেন।মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নেতৃত্ব না দিলে দেশ স্বাধীন হত না।বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট পেয়ছি। জয় বাংলা শ্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন
প্রধান অতিথি হাফিজ আহমেদ বলেন মুক্তিযুদ্ধাদের অবদান অনস্বীকার্য। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান সম্পর্কে তুলে ধরেন। জয় বাংলা শ্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।
মুক্তিযুদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নেতৃত্ব কিভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তা জনতার সম্মূখে তুলে ধরেন।অনুষ্ঠানে মুক্তিযুদ্ধাদের মাঝে উপহার তুলে দেন মিজানুর রহমান প্রধান চেয়ারম্যান পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা রফিক কমান্ডার। বীর মুক্তিযুদ্ধা মোঃ সোলায়মান, বীর মুক্তিযুদ্ধা ইন্জিঃ আব্দুর রহমান,বীর মুক্তিযুদ্ধা আঃ সাত্তার,সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ ফরিদা ইয়াছমিন।বাউশিয়া ইউনিয়ন পরিষদের ইউনিয়ন সচিব ও সদস্যবৃন্দ।