04/04/2025 অমর একুশে বইমেলায় মাগুরার লেখকের বই প্রকাশ
অমর একুশে বইমেলায় মাগুরার লেখকের বই প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি ২০২২ ০১:৩১
রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।। মাগুরা নিয়ে যাদের জানার প্রবল আগ্রহ তাদের জন্যে বাংলাদেশ লেখক পরিষদের উদ্যোগে এবারের একুশের বই মেলায় বেরিয়েছে "মাগুরার লেখক অভিধান" শিরোনামে একটি তথ্যবহুল বই।
গুণি কবি, কথাসাহিত্যিক, মুক্তিযুদ্ধের লেখক ও সাহিত্য সংগঠক সৈয়দ মাজহারুল পারভেজ ‘মাগুরার লেখক অভিধান’ বইটি সম্পাদনা করেছেন।
বইটিতে মাগুরার আড়াই শতাধিক লেখকের জীবন ও সাহিত্যকর্ম সংযোজিত হয়েছে। বৃটিশ, পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত লেখকদের তথ্য বইটিতে পাওয়া যাবে বলে প্রকাশক প্রতিষ্ঠানটি জানিয়েছে।
বাংলাদেশ লেখক পরিষদের জেলাভিত্তিক ৬৪ জেলার লেখক অভিধানের প্রথম খণ্ড এটি, পর্যায়ক্রমে বাকি ৬৩ জেলার লেখক অভিধান করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্টানটি।
বইমেলায় বইটির মূল্য : ৫০০ টাকা।
বইটি পাওয়া যাবে একুশে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বরে বাংলাদেশ লেখক পরিষদের মুখপত্র’ পঙক্তি’র ৯৫ নং স্টলে।
শুধু তাই নয় যারা বইমেলায় আসতে পারবেন না তারা ঘরে বসে বইটি পেতে চাইলে +৮৮ ০১৭১১ ১৫৯ ৫৯৭ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন।