1123
            
        
          11/04/2025        
                যশোরে থানা পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার; ইয়াবা উদ্ধার
            
            
                
                
                    
                
             
            যশোরে থানা পুলিশের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার; ইয়াবা উদ্ধার
             নিজস্ব প্রতিবেদক
             ২৯ অক্টোবর ২০২০ ১৭:০৪
            
            
                 
কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে (২২) গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিনের নির্দেশে উপ-পরিদর্শক ফজলে রাব্বী মোল্যা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে মনোহরনগর গ্রামের মৃত লষ্কার মোল্যার ছেলে মাদক ব্যবসায়ী ইব্রাহীম হোসেনকে (২২) গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তার সহযোগী মনোহরনগর গ্রামের মহানন্দের ছেলে গোপি (২৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তার বিরুদ্ধেও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, ইব্রাহীমকে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার সহযোগী কৌশলে আসামী পালিয়ে যায়। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার যশোর আদালতে পাঠানো হয়েছে।
            
            
                সম্পাদক: মো: শাহ্ জালাল
                যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
                মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
                ইমেইল: [email protected]