04/04/2025 তরিকুল ইসলাম টিপু'র লেখা কবিতা-মানসী
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৮
মানসী তরিকুল ইসলাম টিপু
তুমি সত্যিই অনন্যা জানিনা আমার ধারণা ঠিক কিনা। তবুও বলবো তুমি অনন্যা- অকুন্জু বনের পুষ্প, গভীর সমুদ্রের-নির্জন পথের, কুয়াশাচ্ছন্ন গভীর অন্ধকারের-- একমাত্র নিদের্শনা। তুমি মোর জীবনের নন্দিনী সমস্ত নিরাভরন। শ্রেষ্ঠ্য চিত্রভানু, বনিতা- মোর প্রেমের শৈবলিনী। তুমি নও রানীর ভূষণ অনুভা, অসহনীয় পাবক- তুমি অনঘ, মোর লোচন। আমার স্বপ্ন সুখ আর ভালোবাসা- সুন্দর পৃথিবীতে বাঁচার একটাই আশা!!