যশোরের সতীঘাটা জাকির হোসেন'র ১ টা কিডনি নষ্ট সাহায্যের আকুতি
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:০৯
মোঃ ওয়াজেদ আলী।।যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে কামাল পুর গ্রামের মৃত জমাত আলী ছেলে জাকির হোসেন (৪৫) প্রায় ১ বছর ধরে তিনি ১ টা কিডনি
শনাক্ত হয়ে শারীরিক অসুস্থতায় ভুগছেন। জাকির হোসেন'র চিকিৎসা চালিয়ে
যাওয়ার জন্য প্রবাসী ও দেশের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের
আবেদন করেছেন জাকির হোসেনের বোন লাকি খাতুন তিনি বলেন, জাকির হোসেন প্রায় ১ বছর আগে খুলনা এক হাসপাতালে কিডনি সমস্যা শনাক্ত হয়ে অসুস্থতায়
ভুগছেন। জাকির হোসেন এখন বর্তমানে কুয়াদা মুন হসপিটালে
চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ছোট বোন লাকি খাতুন ও তার পরিবার চিকিৎসার খরচ চালিয়ে আসছিলেন তিনি বলেন
আমার পক্ষে ভাইয়ে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না একমাত্র বসত বাড়ি ছাড়া তাদের আর কিছু নাই,যে বিক্রি করে ভাইয়ে চিকিৎসা করাবো। প্রতি সপ্তাহে অনেক টাকা ঔষধ কিনতে হয়। তার জন্য কান্না কন্ঠে বোন লাকি খাতুন বলেন হাসপাতালের
বেডে সুয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। তাই ভাইকে উন্নত চিকিৎসা দিতে আমি পুরোপুরি ব্যর্থ আমরা। কিডনি আক্রান্ত ভাইকে বাঁচাতে সুচিকিৎসার জন্য সরকার এবং সব শ্রেণির হৃদয়বান মানুষদের নিকট সাহায্যের হাত বাড়িয়ে দিতে আকুল আবেদন
জানিয়েছেন জাকির হোসেন'র বোন লাকি খাতুন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোঃ জাকির হোসেন বিকাশ নম্বর ০১৭১১৪৫০৬১৮