04/04/2025 মণিরামপুরে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ভবদহ পাড়ে নারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মণিরামপুরে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ভবদহ পাড়ে নারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২২
রিপন হোসেন সাজু মণিরামপুর( যশোর)।।সারাদেশের কৃষক যখন বোরোধান রোপনের কাজে ব্যস্ত তখন যশোর জেলার মণিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার ভবদহ পারের ১৬ বিলে কৃষিকাজে সংশ্লিষ্ট তিনলক্ষাধিক কৃষক- কৃষাণী পানি অপসরণের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিলের পানি অপসরণ করে বোরোধান আবাদের কাজটি কৃষকের কাছে অধরাই থেকে যাচ্ছে।তবু বেঁচে থাকার জন্য শেষচেষ্টা করেই চলেছেন।আর এই বেঁচে থাকার তাগিদে ও বিলের পানি অপসরণের জন্য পূর্বের থেকে অনেকাংশে বেশি সক্রিয় হয়ে নারীরা এগিয়ে এসেছেন।
আর তাই মঙ্গলবার বিকালে যশোর জেলার মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বানে নারীদের নিয়ে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।
শিবপদ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগ্রামী নারী নেত্রী ইরাবতী বিশ্বাস।উক্ত সভায় উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি কেন্দ্রীয় আহ্বায়ক রনজিৎ বাওয়ালী, যুগ্ম আহ্বায়ক আ, হামিদ গাজী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, শিবপদ বিশ্বাস, অবসরপ্রাপ্ত অধ্যাপক অনিল বিশ্বাস, সাধন বিশ্বাস, কার্তিক বকসি, রাজু আহমেদ, মনিমোহন মন্ডল, মুক্তিযোদ্ধা দশরথ বিশ্বাস , মুক্তিযোদ্ধা পরিমল কান্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা সুকুমার বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বরাদ্দকৃত আমডাঙা খালের কাজ অতিশীঘ্রই শুরু করা, কালবিলম্ব না করে বিল কপালিয়ায় টিআর চালু, ভাটিতে ৫ টি স্কেভেটর দিয়ে পলি অপসরণ, লুটপাটের জন্য প্রস্তাবিত ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, সকলকাজ সেনাবাহিনীর মাধ্যমে করাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ৯৬ গ্রামের প্রতিটি গ্রামে নারীপুরুষদের নিয়ে সংগ্রামী আহ্বায়ক কমিটি গঠনের জন্য কাজ করে যাচ্ছেন।
ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আহ্বায়ক কমিটিকে সক্রিয় করে আন্দোলন সংগ্রামকে গতিময় করে বৃহৎ কর্মসূচি দেওয়ায় তাদের একমাত্র লক্ষ্য।
মঙ্গলবার সুজাতপুর গ্রামে ইরাবতী বিশ্বাসকে আহবায়ক, পুর্ণিমা বিশ্বাস, কানন বিশ্বাস, কনা বৈরাগীকে যুগ্মআহবায়ক ও চন্দনা মন্ডলকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট সুজাতপুর গ্রাম মহিলা কমিটি ও বিপ্র বৈরাগীকে আহবায়ক, প্রভাত বিশ্বাস, শ্যামল বৈরাগীকে যুগ্মআহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আলাদা দুটি কমিটি করা হয়।