04/04/2025 নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করলেন জেলা প্রশাসন
নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করলেন জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৩২
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। সারাদেশে নারী মুক্তিযাদ্ধাদের সম্মাননা প্রদানর অংশ হিসাবে মাগুরায় এক বীরাঙ্গনাসহ ৩ মহিলা মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল জেলা প্রশাসক সম্মলন কক্ষে ৩ মহিলা মুক্তিযোদ্ধার হাত সম্মাননা ক্রস্ট তুল দন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
সম্মাননা পাওয়া এ ৩ নারী মুক্তিযোদ্ধারা হচ্ছেন- বীরাঙ্গনা লাইলী বেগম, মোছা: মাজেদা বেগম ও সালেহা নাহার।
সন্মাননা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলন অতিরিক্ত জলা প্রশাসক (সার্বিক) মাঃ কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরর উপ-পরিচালক আব্দুল আওয়াল, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জানাহ, সদর উপজলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর-ই-আলম, শ্রীপুর উপজলা মুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাস ও মাগুরা প্রেসক্লাবর সাধারণ সম্পাদক শামীম খান সহ প্রমূখ।