মোঃ ওয়াজেদ আলী।। যশোরের মনিরামপুর মহাসড়কে কুয়াদা ৮ মাইল জামতলা নামকস্থানে একটি বালিবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে। জানাযায়, মঙ্গলবার কুষ্টিয়া থেকে ঢাকা মেট্রো- ট ২৪-০৪৮০ নং ট্রাকটি বালিবোঝাই করে পাইকগাছা উদ্দেশ্যে রওনা হলে ঐ দিন গভীর রাত প্রায় আনুমানিক ২ টা ৪০ মিনিটে যশোরের কুয়াদা ৮ মাইল জামতলা মনিরামপুর মহাসড়কে স্থানে পৌছালে বালিবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধান খেতে উল্টে পড়ে এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার সুস্থ আছে বলে জানান। অনুরূপভাবে বুধবার সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটে কুয়াদা ৮ মাইল জামতলা মনিরামপুর মহাসড়কে একই স্থানে নছিমন ও ট্রাকের সংঘর্ষে নছিমনে থাকা ৭ জন গুরুত্ব আহত হয়েছেন। জানাযায়,বুধবার সকালে বাগের হাট থেকে একটি নসিমন ৮ জন গাছ মারা কাটা উদ্দেশ্যে যশোরের দিকে যাওয়ার পথিমধ্যে কুয়াদা ৮ মাইল জামতলা মনিরামপুর মহাসড়কে একই স্থানে পৌঁছাতে মনিরামপুর উপজেলা থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। নসিমনে থাকা ৭ জন শ্রমিক ঘটনার স্থানে মারাত্মক আহত হয়। স্হানীয় জনগণের কাছে জানাতে চাইলে তারা বলেন , নসিমনে থাকা ৭ জন শ্রমিকের মধ্যে ৩ জন শ্রমিক মারাত্মক ভাবে জখম হয়েছে বলে জানান।সংবাদ পেয়ে মনিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোরের হাসপাতালে নিয়ে যান। এ দিকে মনিরামপুর উপজেলা থানার পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যান।