04/04/2025 গাজীপুরের টঙ্গীতে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার
গাজীপুরের টঙ্গীতে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৫
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।। গাজীপুরের টঙ্গীতে ডাকাতি প্রস্তুতি কালে ৪ ডাকাত কে গ্রেফতার করছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারী) ভোরে টঙ্গীর চেরাগাআলী বেক্সিমকোর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো এরশাদ নগর এলাকার ২নং ব্লকের বাদল হকের ছেলে মনিরুজ্জামান হৃদয় (২৭), একই এলাকার ১নং ব্লকের মৃত আলী হোসেনের ছেলে সাইফুল ইসলাম জীবন (২২), টেকবাড়ী এলাকার আলী আহম্মদ মিয়ার ছেলে নাহিদ হোসেন (২৪), ১নং ব্লকের আলী আহম্মদ মিয়ার ছেলে নবির হোসেন (২৫)।
পুলিশ জানায়, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে টঙ্গীর বেক্সিমকো রোড এলাকায় অভিযান পরিচালনা করলে একটি তলােয়ার, রামদা, দুটি ছুরি সহ তাদের গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহ্ আলম জানান, ডাকাত দলের সদস্যদের নামে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে। আসামিদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছ