04/04/2025 এসএসসির পরে এইচএসসি'তেও গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে আইভি
এসএসসির পরে এইচএসসি'তেও গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে আইভি
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫৫
আনোয়ার পারভেজ অনুজ।। মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের হানুয়ার গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের দাতা সদস্য এস,এম রুহুল আমিন মন্টুর মেয়ে আনিসা আমিন আইভি যশোর এম,এম কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সব বিষয়ে এ+ নম্বর পেয়েছে।
এরআগে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও আইভি সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছিল। আইভি ভবিষ্যতে ডাক্তার হয়ে গরীবের সেবা করতে চাই। পরিবারের পক্ষ থেকে সকলেরই কাছে দোয়া চাওয়া হয়েছে। আনিসা আমিন আইভি
প্রফেসর ড.আশরাফুল ইসলাম ও মোঃ শফিকুল ইসলাম হযরতের ভাতিজী।