মাগুরা জেলা প্রতিনিধি।। মাগুরার শালিখা উপজেলা ছাত্রদলের ৭ টি ইউনিয়ন কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। অনুমোদিত এই সব কমিটি সম্পর্কে অবগত নয় শালিখা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ও মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ এবং কেন্দ্রীয় ছাত্রদলের মাগুরা জেলার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের বাবু। বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এইসব কমিটির বিষয়ে অবগত নই, অচিরেই এইসব কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এই ইউনিয়ন কমিটিকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা তীব্র অসন্তোষ জানিয়ে কমিটি বাতিলের দাবি জানান। তারা বলেন, কোন ব্যক্তির নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য শালিখা উপজেলা ছাত্রদলের অধিকাংশ নেতৃবৃন্দ কাজ করে না, তাই এই পকেট কমিটি উপজেলা ছাত্রদলের অধিকাংশ নেতা প্রত্যাখান করেন।
কমিটি প্রত্যাখান করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শালিখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।