04/04/2025 সাংবাদিক রাশেদ আলী'র লেখা কবিতা- আমি সমাজ সেবক
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি ২০২২ ০১:১৭
আমি সমাজ সেবক মোঃ রাশেদ আলী
স্বার্থপরতা অর্থলোভী এই সমাজ টা ভরা, তাদের দাবী সেবক আমি লেখক আমি সম্মানিত মানুষ তিনি। স্বর্থের মোহে আপন ভুলে মামলা করে কোর্টেও তিনি। তিনিই বলেন এই সমাজে সরল মানুষ বটে তিনি , বড় বড় ডিগ্রিধারী মুখোশ পরা পাপি তাদের দাবী এই সমাজে তারাই নাকি দামী। উচ্চতর শিক্ষা নিয়ে হৃদয়ে রেখেছে কালি। সেই কালিতে নষ্ট হয়ে যায় আপন মানুষের বাড়ী। শিক্ষা তিনি নিয়েছে বটে নেওনি তিনি সু-শিক্ষা নিতেন যদি সু-শিক্ষা আজ কাঁদিত না আজ এই সমাজের অসংখ্য দুঃখী মানুষ । কু শিক্ষা নেওয়া আপনি হলেন এই সমাজে দাজ্বালের এক বাহক। মানুষ নামের অমানুষের ভিড়ে মানুষ গিয়েছে হারিয়ে। স্বার্থপরতা অর্থলোভী এই সমাজ টা ভরা,। দাবি মোদের তাদের নিকট গ্রহন করেন সু- শিক্ষা। সু শিক্ষা আর সু সম্মান নষ্ট হবে এই সমাজের রুগ্ন কৃষ্ট কালচার। আসুন সবাই ধনী গরীব মিলেমিশে হয় স্রষ্টার সৃষ্টি মানব সন্তান।