04/04/2025 মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৯
দৈনিক সমসাময়িক ডেস্ক।। ভাষার মাস ফেব্রুয়ারী, ”মহান আন্তর্জাতিক মাতৃভাষা” দিবস একুশে ফেব্রুয়ারি উদযাপন ও শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ উপলক্ষে আজ ১২ ই ফেব্রুয়ারি ২০২২ ইং রোজ শনিবার “মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের” উদ্যোগে,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয় এক জরুরি আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা পরিষদ কার্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে রিপোর্টার্স ক্লাবের আহবায়ক সুমন চক্রবর্তী জানান। উক্ত আলোচনা অনুষ্ঠানে “মণিরামপুর রিপোর্টার্স ক্লাব” কে কিভাবে আরও উন্নত ও সাফল্যমন্ডিত করে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে উপস্থিত সাংবাদিক গণ তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
আলোচনা অনুষ্ঠানে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ”দৈনিক সমসাময়িক” এর সম্পাদক ও সাংবাদিক মোঃ শাহ্ জালাল “মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের” সকল সদস্যকে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা ও পরামর্শ দেন। এবং সবসময় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের উন্নয়ণ প্রকল্পে নিজেকে সর্বদা আত্মনিয়োগ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহবায়ক সাংবাদিক সুমন চক্রবর্তী, যুগ্ম আহবায়ক সাংবাদিক টিপু সুলতান, যুগ্ম আহবায়ক সাংবাদিক এইচ এম বাবুল আক্তার, মোঃ রাশেদ আলী, সদস্য- মোঃ ওয়াজেদ আলী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ তৌহিদুল ইসলাম, মোঃআরিফুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মিথিলা আক্তার, মীম পারভিন, সাথী চক্রবর্তী, মোঃ মিজানুর রহমান, কুন্তল দাস, আতিয়ার রহমান প্রমুখ