04/03/2025 বিভাগীয় সন্মাননা পেলেন সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলী
বিভাগীয় সন্মাননা পেলেন সমাজসেবা অফিসার মোহাম্মাদ আলী
নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৪৪
মোঃ সবুজ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।। ২০২০-২০২১ অর্থবছরে জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণে যথাসময়ে শতভাগ পেরোল করায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে এই সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে খুলনার সি,এস,এস আভা সেন্টারে "জাতীয় শুদ্ধাচার কৌশল ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন " শীর্ষক সেমিনারে মোহাম্মাদ আলীকে সন্মাননা ক্রেস্ট তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক আব্দুর রহমান।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন(এনডিসি)। সেমিনারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের দশটি জেলার সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ।
সন্মাননা ক্রেস্ট পাওয়ার বিষয়ে কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আলী জেলার সাবেক পরিচালক রোকসানা আক্তার ও সহকারী পরিচালক মুরাদ হোসেনসহ কুমারখালী উপজেলার সকল সমাজসেবা অফিসের সহকর্মীদের এই পুরষ্কার অর্জনে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।