04/03/2025 যশোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রামনগর ইউপি চেয়ারম্যান ও অনুসারিদের শ্রদ্ধাঞ্জলী
যশোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রামনগর ইউপি চেয়ারম্যান ও অনুসারিদের শ্রদ্ধাঞ্জলী
নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৪৩
মোঃ ওয়াজেদ আলী।।যশোরে রামনগর বিভিন্ন ওয়ার্ডের তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু মূরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেছেন যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ।
সদর উপজেলার রামনগরের নব নির্বাচিত চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ ও তার অনুসারিরা শনিবার সকালে ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতাকর্মী, ভোটকর্মী, আঞ্চলিক প্রবীনসহ তার অনুসারিদের সাথে নিয়ে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ ছাড়াও এসময় আরো উপস্থিত সকলেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে এক হমিনিট নিরবতা পালন করেন।