10938
04/03/2025
মনিরামপুর হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন
মনিরামপুর হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৮
স্টাফ রিপোর্টার, মনিরামপুর(যশোর)।। যশোরের মনিরামপুরে শুক্রবার সন্ধ্যায় হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত করে হযরত আলীকে আহবায়ক এবং প্রভাষক নিছার উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, জাবের আলী ও মাষ্টার সিরাজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। দলিয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপি নেতা হযরত আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত(মনিরামপুর) নেতা আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, জিএম মিজানুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।
থানা বিএনপির আহবায়ক শহীদ ইকবাল হোসেন জানান, মনিরামপুরে দায়িত্বপ্রাপ্ত জেলা বিএনপি নেতা আবদুস সালামের সমন্বয়ে সম্মেলনে সর্ব সম্মতিক্রমে হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত করে হযরত আলীকে আহবায়ক এবং প্রভাষক নিছার উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, জাবের আলী ও মাষ্টার সিরাজুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]