10887
04/02/2025
কুয়াদায় ফরহাদ ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন
কুয়াদায় ফরহাদ ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৪
মোঃ ওয়াজেদ আলী।। যশোরের মনিরামপুরের মধ্যবর্ত্তী কুয়াদা বাজারে‘ ফরহাদ ফুটবল একাডেমী শুভ ’উদ্বোধন
করা হয়েছে। মঙ্গলবার কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে
আব্দুস সোবহান’র সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য
রাখেন,একাডেমির উপদেষ্টা কুয়াদা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াজেদ
আলী, কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীন
গাজী, ক্রীড়া নুরাগী তৈহীদ এলাহী, কালী দাস চক্রবর্ত্তী, মনোজিৎ
বিশ্বাস, রেজাউল করিম প্রমুখ। আলোচনা শেষে আব্দুস সোবহান
(সভাপতি), শিমুল গাজী (সহসভাপতি), আবুবক্কও সিদ্দিক বরাত
(সাধারণ সম্পাদক), ফরহাদ হোসেন (কোষাধ্যক্ষ),গাজী মাজহারুল
ইসলাম (সাংগঠনিক সম্পাদক), শাহারাত হোসেন (দপ্তর সম্পাদক),
মশিউর আজম -কে প্রচার সম্পাদক করে‘ ফরহাদ ফুটবল একাডেমীর
’কমিটি গঠন করা হয়।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]