04/02/2025 আল-নুর এসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ
আল-নুর এসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০০
মোঃ সবুজ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।। “এসো মোদের ছায়া তলে, অন্ধকার ভুলে আলোর পথে” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে করোনা সচেতনতায় বিনামূল্যে ২ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরনের পাশাপাশি সাধারণ পথচারীদের মাস্ক পড়তে উৎসাহিত করেন তারা।
বুধবার (০২ ফ্রেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার চড়াইকোল স্টেশন বাজার সংলগ্ন চড়াইকোল পশুরহাটে আল-নুল এসোসিয়েশন সংগঠনের সভাপতি মিজানুর রহমান লিটনের নির্দেশনায়, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে মাস্ক বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির, সহ সভাপতি : মহব্বত হোসেন, সাধারণ সম্পাদক : রাজেশ খান, যুগ্ম সাধারণ সম্পাদক : ইঞ্জি: সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক : স্বাধীন, সাংগঠনিক সম্পাদক : সোহাগ মাহমুদ খান, সহ- সাংগঠনিক সম্পাদক : মুরাদ হোসেন, কোষাধ্যক্ষ: তরিকুল ইসলাম তুহিন, সহকারী কোষাধ্যক্ষ : পলাশ, দপ্তর সম্পাদক : তারিফ হোসেন মিঠুন, সহকারী প্রচার সম্পাদক : সবুজ হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আল-নুল এসোসিয়েশন সংগঠনের সভাপতি মিজানুর রহমান লিটন জানান, সংগঠনের শুরু থেকেই আমরা অসহায় মানুষের ভ্যান কিনে দেওয়া, কম্বল বিতরণ, পা হারানো অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছে সংগঠনটি। শিক্ষার মান উন্নয়ন করতে কাজ করে চলেছে সামাজিক সংগঠন আল-নুর এসোসিয়েশন।