03/31/2025 পটিয়ার ছনহরায় আজ আছন আলী শাহ (রা:) বার্ষিক ওরশ
পটিয়ার ছনহরায় আজ আছন আলী শাহ (রা:) বার্ষিক ওরশ
নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২২ ১৭:৩৩
পটিয়া সংবাদদাতাঃ- আজ (২৭ জানুয়ারী) বৃহস্পতিবার পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে হয়রত আছন আলী শাহ (রা:) এর বার্ষিক ওরশ ও ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে আছন আলী শাহ মঞ্জিলের পক্ষ থেকে মোহাম্মদ মোস্তাক শাহ ও মো: আখতার মিয়া ওরশ ও মিলাদ মাহফিল সফল করতে সকলের প্রতি আহবান জানান এবং সকলের উপস্থিত কামনা করেছেন।