দৈনিক সমসাময়িক ডেস্ক।।
দৈনিক সমসাময়িক ডেস্ক।।
মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও মনিরামপুর উপজেলা পরিষদ ও ইউনিয়নের সাবেক চেযারম্যান মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বর্ষীযান রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার
আলহাজ্ব এম এম নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।
পারিবারিক সূত্রে জানাযায় কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হাওয়াই চিকিৎসাধীন অবস্থায় আজ রাত আনুমানিক ৯.২৫ মিনিটে দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে গভীর এই রাতে বাড়িতে ছুটে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। পৌর আওয়ামী লীগের সভাপতি আজাদ হোসেন সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও এলাকার জনসাধারণ। এ-সময় সন্দীপ ঘোষ বলেন আগামী কাল যোহরের নামাজ শেষে পারিবারিক কবরস্থান গ্রামের বাড়ি হাজরাকাটি দাফন করা হবে। তার মৃত্যুতে মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ গভীর শোক প্রকাশ করেছেন।
