10415
03/29/2025
মোঃ আব্দুস্ সালাম এর লেখা কবিতা "আমি বাস্তববাদী'
মোঃ আব্দুস্ সালাম এর লেখা কবিতা "আমি বাস্তববাদী'
নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২২ ১৫:৫২
মনটা আমার ঠিকমতো কল্পনা
জগতে বিচরণ নাহি করে,
তাই তো আমি লেখালেখি
করি সদা বাস্তবতার উপরে।
সাইকেল চালিয়ে আমি কখনো
পারিনা তো চাঁদে যেতে,
সূর্যের তাপে পপকর্ণ ভেজেও
তাই তো সাহস পাইনা খেতে।
হাজার হাজার কিলোমিটার দূরে প্রিয়তমার
মনের কথা পারিনা আমি জানতে,
এক নিমিষে জ্বীনের বাদশাহের মতো তাকে
কাছেও পারিনা কোন ভাবেই আনতে।
বিনা মেঘে বৃষ্টির শব্দ শোনার সৎসাহস
কখনোই দেখাতে পারি নাই,
ঘাস ফড়িং,খরগোশসহ প্রকৃতির সাথে
কথোকথনের পদ্ধতিটাও জানা নাই তাই।
আমি সহজ সরল কুটিল জীবনে
অভ্যস্ত এক জন সংগ্রামী মনের মানুষ,
ইচ্ছা মতো ইচ্ছা করে পারিনা উড়াতে তাই
কোন ভাবেই অনিচ্ছার ঠুংকো ফানুস।
যতদিন বেঁচে থাকবো উড়াতে চাই
আমি বাস্তবতার নিরিখে তৈরি ঘুড়ি,
বড়ো না হয়ে খেলতে চাই সারাজীবন
ছোট বেলার মতোই চু-বুড়ি!
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]