03/29/2025 নিউজে সেরা পারফর্মার হওয়ায় কে,এম আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন
নিউজে সেরা পারফর্মার হওয়ায় কে,এম আলীকে শুভেচ্ছা ও অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২১ ০৫:৫২
দৈনিক সমসাময়িক নিউজ ডেস্ক।।
"দৈনিক সমসাময়িক" নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সেরা পারফর্মার হয়েছে পোর্টালের বিশেষ প্রতিনিধি কে, এম আলী। দীর্ঘদিন ধরে পাঠকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দেওয়ার লক্ষে "দৈনিক সমসাময়িক নিউজে সাথে কাজ করে আসছেন তিনি।
আমাদের সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে চলতি বছরের পহেলা সেপ্টেম্বর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি মাসের নিউজে সেরা পারফর্মার নির্বাচিত করা হবে।
তারই ধারাবাহিকতায় ডিসেম্বরে মানসম্মত নিউজ পরিবেশন করে এ মাসে তিনি সেরা কে, এম আলী আমাদের এই স্বীকৃতি তার কর্মস্পৃহা আরো বেগবান ও গতিশীল করবে বলে আমরা মনে করছি। দৈনিক সমসাময়িক পরিবারের পক্ষ থেকে তাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।